ইউটিউবের একটি ‘সারভাইভাল চ্যালেঞ্জে’ অংশ নিয়ে মিশিগানের স্যাঁতসেঁতে জঙ্গলে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছেন একজন নারী। ক্যালিফোর্নিয়ার ৩৬ বছর বয়সী ওই নারী সপ্তাহান্তে মিশিগানের উত্তরাঞ্চলের পিজন রিভার ফরেস্টে হারিয়ে গিয়েছিলেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, তিনি বেসক্যাম্প থেকে পানি আনতে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। প্রথমে চ্যালেঞ্জ আয়োজনকারীরা নিজেরাই তাকে খুঁজতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে শনিবার ভোর ৫টার দিকে সাহায্যের জন্য ফোন করেন।
এক্সে এক বিবৃতিতে মিশিগান স্টেট পুলিশ লিখেছে, ‘ক্যালিফোর্নিয়ার ৩৬ বছর বয়সী নিখোঁজ নারীকে খুঁজে বের করার জন্য ওটসেগো কাউন্টি শেরিফ অফিসকে সহায়তা করতে, ৬ সেপ্টেম্বর মিশিগান স্টেট পুলিশ (এমএসপি) গেইলর্ড পোস্টের সদস্যরা পিজন রিভার স্টেট ফরেস্টে পৌঁছয়। তিনি ইউটিউবের একটি সারভাইভাল চ্যালেঞ্জের প্রতিযোগী ছিলেন এবং আগের সন্ধ্যায় জঙ্গলে হারিয়ে যান, তবে তার নিখোঁজ হওয়ার খবর জানানো হয় পরদিন ভোর ৫টায়।’
ডগ স্কোয়াডসহ বিশেষ টিম নিয়ে সমন্বিত অনুসন্ধান অভিযান শুরু করে পুলিশ। ঘন বনাঞ্চল খুঁজতে একটি হেলিকপ্টারও পাঠানো হয়।
সকাল প্রায় ১০টা ৪০ মিনিটে হেলিকপ্টারটি জঙ্গলের গভীরে ওই নারীকে দেখতে পায়। এমএসপির শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, তিনি গাছের আড়াল থেকে মরিয়া হয়ে হাত নাড়ছেন, হেলিকপ্টারটি তার ওপরে ঘুরছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও দমকলকর্মীরা তাকে নিরাপদে জঙ্গল থেকে বের করে আনতে সক্ষম হয়।
শীতল ও বৃষ্টিভেজা রাত পার করার পরও নারীটি উদ্ধারকর্মীদের পেয়ে নিজেই হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বেরিয়ে আসেন।
জরুরি চিকিৎসা দলের প্রাথমিক মূল্যায়নের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে ওই নারীর নাম এখনো প্রকাশ করা হয়নি এবং কে ওই ইউটিউব চ্যালেঞ্জটি আয়োজন করেছিল তা-ও পরিষ্কার নয়।